গীত 132:12 - পবিত্র বাইবেল O.V. (BSI)12 তোমার সন্তানগণ যদি পালন করে আমার নিয়ম, আর আমার সাক্ষ্য, যাহা আমি তাহাদিগকে আদেশ করি, তবে তাহাদের সন্তানগণও চিরতরে তোমার সিংহাসনে উপবিষ্ট থাকিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 তোমার সন্তানরা যদি পালন করে আমার নিয়ম, আর আমার নির্দেশ, যা আমি তাদেরকে হুকুম করি, তবে তাদের সন্তানরাও চিরতরে তোমার সিংহাসনে উপবিষ্ট থাকবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 যদি তোমার সন্তানেরা আমার নিয়ম এবং বিধিবিধান মান্য করে যা আমি তাদের শিক্ষা দিয়েছি, তবে তাদের সন্তানেরা চিরকাল ধরে তোমার সিংহাসনে বসবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 তোমার সন্তানসন্ততিরা যদি আমার সঙ্গে স্থাপিত সন্ধির শর্ত রক্ষা করে, যদি মেনে চলে আমার নির্দেশিত অনুশাসন, তাহলে তাদের সন্তানসন্ততিরাও চিরকাল প্রতিষ্ঠিত থাকবে তোমার সিংহাসনে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 প্রভু বলেছেন, “দায়ূদ, যদি তোমার সন্তানরা আমার চুক্তি এবং যে বিধিসমূহ আমি তাদের শিখিয়েছি তা মানে তাহলে সর্বদাই তোমার পরিবারের কোন একজন, তোমার নিজের বংশধর, রাজা হবে।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 যদি তোমার সন্তানরা আমার চুক্তি পালন করে এবং আমার বিধি যা আমি তাদেরকে শেখাব, তবে তাদের সন্তানরাও চিরতরে তোমার সিংহাসনে বসে থাকবে।” অধ্যায় দেখুন |
এখন, হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, তুমি আপন দাস আমার পিতা দায়ূদের নিকটে যাহা প্রতিজ্ঞা করিয়াছিলে, তাহা রক্ষা কর; তুমি বলিয়াছিলে, আমার দৃষ্টিতে ইস্রায়েলের সিংহাসনে বসিতে তোমার [বংশে] লোকের অভাব হইবে না; কেবলমাত্র যদি আমার সাক্ষাতে তুমি যেমন চলিয়াছ, তোমার সন্তানগণ আমার সাক্ষাতে তদ্রূপ চলিবার জন্য আপন আপন পথে সাবধান থাকে।