Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 127:4 - পবিত্র বাইবেল O.V. (BSI)

4 যেমন বীরের হস্তে বাণ সকল, তেমনি যৌবনের সন্তানগণ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 যেমন বীরের হাতে বাণগুলো, তেমনি যৌবনের সন্তানেরা।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 যেমন বীরযোদ্ধার হাতে তির তেমনি যৌবনে জাত সন্তানসন্ততি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 যৌবনের সন্তান যেন যোদ্ধার হাতের শরজালের মতই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 একজন যুবকের ছেলেরা একজন সৈনিকের তূণের ভেতর থেকে বেরিয়ে আসা তীরের মত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 যেমন সৈনিকের হাতে বান, সেরকম যৌবনের সন্তানরা।

অধ্যায় দেখুন কপি




গীত 127:4
4 ক্রস রেফারেন্স  

পুত্রদের পুত্রগণ বৃদ্ধদিগের মুকুট, এবং পিতারাই বালকদের শোভা।


তাঁহার সন্তানগণ উঠিয়া তাঁহাকে ধন্য বলে; তাঁহার স্বামীও বলেন, আর তাঁহার এইরূপ প্রশংসা করেন,—


কেননা দেখ, আমি উত্তরদেশ হইতে মহাজাতি-সমাজ উত্তেজিত করিয়া বাবিলের বিরুদ্ধে গমন করাইব, তাহারা বাবিলের বিরুদ্ধে সৈন্য রচনা করিবে, তাহাতে তাহা পরহস্তগত হইবে; তাহাদের বাণ কৌশলপরায়ণ বীরের ন্যায় হইবে, বিফল হইয়া ফিরিয়া আসিবে না।


বীরের তীক্ষ্ণ বাণসমূহ, ও রোতমকাষ্ঠের অঙ্গারসমূহ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন