গীত 126:4 - পবিত্র বাইবেল O.V. (BSI)4 সদাপ্রভু! আমাদের বন্দিদিগকে ফিরাইয়া আন, দক্ষিণ দেশের প্রণালীর ন্যায় ফিরাইয়া আন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 হে মাবুদ! আমাদের বন্দীদেরকে ফিরিয়ে আন, দক্ষিণ দেশের পানির স্রোতের মত ফিরিয়ে আন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 হে সদাপ্রভু, আমাদের বন্দিদের ফিরিয়ে আনো, নেগেভ মরুভূমির জলধারার মতো ফিরিয়ে আনো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 হে প্রভু পরমেশ্বর, ফিরিয়ে আন আমাদের সেই প্রাচুর্য, যেমন বর্ষার বারিধারা ফিরিয়ে আনে প্রাচুর্য মরুদেশের শুষ্ক নদীবক্ষে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 হে প্রভু, মরুভূমিতে অতর্কিত বন্যার মত আমাদের ভাগ্য ফিরিয়ে দিন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 আমাদের পুনস্থাপন কর, সদাপ্রভুু, নেগেভে জলস্রোতের মতো। অধ্যায় দেখুন |
আর আমি তোমাদিগকে আমার উদ্দেশ পাইতে দিব, ইহা সদাপ্রভু বলেন; এবং আমি তোমাদের বন্দি-দশা ফিরাইব, এবং যে সকল জাতির মধ্যে ও যে সকল স্থানে তোমাদিগকে তাড়াইয়া দিয়াছি, সেই সকল স্থান হইতে তোমাদিগকে সংগ্রহ করিব, ইহা সদাপ্রভু বলেন; এবং যে স্থান হইতে তোমাদিগকে বন্দি করিয়া আনিয়াছি, সেই স্থানে তোমাদিগকে পুনর্ব্বার লইয়া যাইব।