গীত 119:150 - পবিত্র বাইবেল O.V. (BSI)150 কুকর্ম্মের অনুগামীরা নিকটবর্ত্তী; তাহারা তোমার ব্যবস্থা হইতে দূরবর্ত্তী। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস150 কুকর্মের অনুগামীরা নিকটবর্তী; তারা তোমার শরীয়ত থেকে দূরবর্তী। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ150 যারা মন্দ সংকল্প করে তারা আমাকে আক্রমণ করার জন্য কাছে এসেছে, কিন্তু তারা তোমার আইনব্যবস্থা থেকে অনেক দূরে আছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)150 নির্মম অত্যাচারীর দল আমার কাছে এসে পড়েছে, কিন্তু তোমার বিধান থেকে তারা রয়েছে অনেক দূরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল150 দুষ্ট লোকরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ঐ লোকরা আপনার শিক্ষামালা অনুসরণ করে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী150 যারা আমায় অত্যাচার করেছে তারা আমার কাছে আসছে; কিন্তু তারা তোমার ব্যবস্থা থেকে অনেক দূরে। অধ্যায় দেখুন |