গীত 110:7 - পবিত্র বাইবেল O.V. (BSI)7 তিনি পথিমধ্যে স্রোতের জল পান করিবেন; এইজন্য মস্তক তুলিবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 তিনি পথের মধ্যে স্রোতের পানি পান করবেন; এজন্য মাথা তুলবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 তিনি পথের মধ্যে স্রোতের জলপান করবেন, এবং বিজয়ের কারণে তিনি ঊর্ধ্বে মাথা তুলবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 চলার পথে স্রোত ধারা থেকে তিনি পান করবেন জল, সতেজ হয়ে উঠবেন নবশক্তিতে, হবেন চিরবিজয়ী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 রাস্তার ধারের ঝর্ণা থেকে রাজাকে জল পান করতে হবে। তারপর সে বিজয়ী হয়ে তার মাথা তুলবে! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 তিনি রাস্তার মধ্যে ছোটো নদীর জল পান করবেন এবং তারপর তিনি বিজয়ের পরে তাঁর মাথা তুলবেন। অধ্যায় দেখুন |