Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 11:3 - পবিত্র বাইবেল O.V. (BSI)

3 যদি মূলবস্তু সকল উৎপাটিত হয়, তবে ধার্ম্মিক কি করিবে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 যদি সমস্ত মূলবস্তু উৎপাটিত হয়, তবে ধার্মিক কি করবে?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 যখন ভিত্তিপ্রস্তর ধ্বংস হচ্ছে, তখন ধার্মিকেরা কী করতে পারে?”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 সব কিছুরই ভিত যদি টলে ওঠে, তবে ধর্মনিষ্ঠ মানুষের কি আর করার আছে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 সমাজে ভিতগুলোই যদি নষ্ট হয়ে যায়, তবে সৎ‌ লোকরা কি করবে?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 কারণ যদি ভিত্তিমূল ধ্বংসপ্রাপ্ত হয়, ধার্মিকরা কি করতে পারে?

অধ্যায় দেখুন কপি




গীত 11:3
15 ক্রস রেফারেন্স  

উহারা জানে না, বুঝে না, উহারা অন্ধকারে যাতায়াত করে; পৃথিবীর সমস্ত ভিত্তিমূল টলটলায়মান হইতেছে।


তথাপি ঈশ্বর-স্থাপিত দৃঢ় ভিত্তিমূল স্থির রহিয়াছে, তাহার উপরে এই কথা মুদ্রাঙ্কিত হইয়াছে, “প্রভু জানেন, কে কে তাঁহার”; এবং “যে কেহ প্রভুর নাম করে, সে অধার্ম্মিকতা হইতে দূরে থাকুক।”


তোমার বংশীয় লোকেরা পুরাকালের উৎসন্ন স্থান সকল নির্ম্মাণ করিবে; তুমি বহু পুরুষ পূর্ব্বের ভিত্তিমূল সকলের উপরে গাঁথিয়া তুলিবে, এবং ভগ্নস্থান-সংস্কারক ও নিবাসার্থক পথসমূহের উদ্ধারক বলিয়া আখ্যাত হইবে।


পৃথিবী ও তন্নিবাসীগণ বিলীন হইতেছে; আমি তাহার স্তম্ভ সকল স্থাপন করিয়াছি। সেলা।


কিন্তু ধার্ম্মিক আপন পথে অগ্রসর হইবে, যে শুচিহস্ত, সে উত্তরোত্তর প্রবল হইবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন