গীত 104:3 - পবিত্র বাইবেল O.V. (BSI)3 তিনি জলে আপন উপরিস্থ কক্ষের কড়িকাষ্ঠ স্থাপন করিয়াছেন, তিনি মেঘকে আপনার রথ করিয়া থাকেন, বায়ুপক্ষের উপরে গমনাগমন করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তিনি পানির উপর তাঁর উপরিস্থ কক্ষের কড়িকাঠ স্থাপন করেছেন, তিনি মেঘকে তাঁর রথ করে থাকেন, বায়ুর পাখার উপরে গমনাগমন করেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 আর তিনি জলধিতে তাঁর উচ্চকক্ষের কড়িকাঠ স্থাপন করেন। তিনি মেঘরাশিকে তাঁর রথ করেন আর বায়ুর ডানায় চড়ে ভেসে চলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 তুমি জলরাশির উপর স্থাপন করেছ আপন আবাস, মেঘকে করেছ তুমি রথ বায়ুর পাখায় ভর করে তোমার আসা যাওয়া। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 ঈশ্বর তার ওপরে আপনি আপনার গৃহ নির্মাণ করেছেন। ঘন মেঘকে রথের মত ব্যবহার করে, বাতাসের ডানায় ভর করে আপনি সারা আকাশে ঘুরে বেড়ান। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 তুমি তোমার বিচারালয়ের কড়িকাঠ রেখেছো মেঘের ওপরে; তুমি মেঘকে তোমার রথ করেছো; তুমি বাতাসের ডানায় চলাফেরা কর। অধ্যায় দেখুন |