Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 104:18 - পবিত্র বাইবেল O.V. (BSI)

18 উচ্চ পর্ব্বত সকল বনচ্ছাগের আবাস, শৈল সকল শাফন পশুর আশ্রয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 উঁচু পর্বত সব বন্য ছাগলের আবাস, সমস্ত শৈল শাফন পশুর আশ্রয়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 উঁচু পর্বতগুলি বুনো ছাগলের; দুর্গম পাহাড় খরগোশের আশ্রয়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18 উচ্চ পর্বতে বন্যছাগের আবাস, শৈলসমূহ শশক শ্রেণীর জীবের আশ্রয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 উঁচু পর্বতে বুনো ছাগলরা থাকে। বিশাল বিশাল পাথরের মধ্যে পাহাড়ী ভোঁদড় লুকিয়ে থাকে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 বন্য ছাগলেরা উঁচু পর্বতে বাস করে; উঁচু পর্বত শাফন পশুর আশ্রয়।

অধ্যায় দেখুন কপি




গীত 104:18
5 ক্রস রেফারেন্স  

শাফন জন্তু বলবান জাতি নয়, তথাপি শৈলে ঘর বাঁধে;


তুমি কি শৈলবাসী বন্য ছাগীদের প্রসবকাল জান? হরিণীর প্রসবের রীতি কি নির্ণয় করিতে পার?


তাহাতে শৌল সমস্ত ইস্রায়েল হইতে মনোনীত তিন সহস্র লোক লইয়া বনচ্ছাগের শৈল সকলের উপরে দায়ূদের ও তাঁহার লোকদের অন্বেষণে গমন করিলেন।


আর শাফন তোমাদের পক্ষে অশুচি, কেননা সে জাওর কাটে, কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়।


কিন্তু যাহারা জাওর কাটে, কিম্বা দ্বিখণ্ড খুরবিশিষ্ট, তাহাদের মধ্যে এইগুলি ভোজন করিবে না; উষ্ট্র, শশক ও শাফন; কেননা তাহারা জাওর কাটে বটে, কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়, তাহারা তোমাদের পক্ষে অশুচি;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন