গীত 102:24 - পবিত্র বাইবেল O.V. (BSI)24 আমি বলিলাম, হে আমার ঈশ্বর, আয়ুর মধ্যভাগে আমাকে তুলিয়া লইও না; তোমার বৎসর সকল পুরুষে পুরুষে স্থায়ী। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 আমি বললাম, হে আমার আল্লাহ্, আয়ুর মধ্যভাগে আমাকে তুলে নিও না; তোমার সমস্ত বছর পুরুষানুক্রমে স্থায়ী। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 তাই আমি বলেছি: “হে ঈশ্বর, আমার যৌবনকালে আমাকে তুলে নিয়ো না; তোমার বছরগুলি বংশপরম্পরায় স্থায়ী। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 আমি বলি, হে আমার ঈশ্বর, আয়ুর মধ্যভাগে তুমি তুলে নিও না আমায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 তাই আমি বলেছিলাম, “আমি যতক্ষণ যুবক আছি আমাকে মরতে দেবেন না। ঈশ্বর আপনি চিরদিন বিরাজিত থাকবেন! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 আমি বললাম, “আমার ঈশ্বর, জীবনের মাঝ পথে আমাকে তুলে নিও না; তুমি আছো সব পুরুষে পুরুষে স্থায়ী। অধ্যায় দেখুন |