গালাতীয় 6:17 - পবিত্র বাইবেল O.V. (BSI)17 এখন হইতে কেহ আমাকে ক্লেশ না দিউক, কেননা আমি যীশুর দান-চিহ্ন সকল আপন দেহে বহন করিতেছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 এখন থেকে কেউ আমাকে কষ্ট না দিক, কেননা আমি ঈসার ক্ষত-চিহ্নগুলো নিজের দেহে বহন করছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 সবশেষে বলি, কেউ যেন আমাকে কষ্ট না দেয়, কারণ আমার শরীরে আমি যীশুর ক্ষতচিহ্ন বহন করছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 পরিশেষে বলি, কেউ যেন আমাকে উত্যক্ত না করে, কারণ আমি যে যীশুর ক্রীতদাস, আমার দেহের ক্ষতচিহ্নগুলিই তার প্রমাণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 চিঠি লেখা শেষ করার আগে আমার অনুরোধ, যেন কেউ আর আমাকে কষ্ট না দেয়, কারণ ইতিমধ্যেই আমি আমার দেহে খ্রীষ্টের ক্ষত চিহ্ন বহন করছি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 এখন থেকে কেউ আমাকে কষ্ট না দিক, কারণ আমি প্রভু যীশুর সমস্ত চিহ্ন আমার দেহে বহন করছি। অধ্যায় দেখুন |