গালাতীয় 4:30 - পবিত্র বাইবেল O.V. (BSI)30 তথাপি শাস্ত্রে কি বলে? “ঐ দাসীকে ও উহার পুত্রকে বাহির করিয়া দেও; কেননা ঐ দাসীর পুত্র কোন ক্রমে স্বাধীনার পুত্রের সহিত দায়াধিকারী হইবে না।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 তবুও পাক-কিতাবে কি বলে? “ঐ বাঁদী ও তার পুত্রকে বের করে দাও; কেননা ঐ বাঁদীর পুত্র কোনক্রমে স্বাধীন স্ত্রীলোকের পুত্রের সঙ্গে উত্তরাধিকারী হবে না।” অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 কিন্তু শাস্ত্র কী বলে? “সেই ক্রীতদাসী ও তার ছেলেকে তাড়িয়ে দাও, কারণ সেই স্বাধীন নারীর সম্পত্তির অধিকারে ওই মহিলার ছেলে কখনোই ভাগ বসাবে না।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 কিন্তু শাস্ত্র কী বলে? ‘দূর করে দাও ক্রীতদাসী আর তারা পুত্রকে। কারণ দাসীর পুত্র পাবে না স্বাধীনার পুত্রের সঙ্গে উত্তরাধিকার।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 কিন্তু শাস্ত্র কি বলে? “দাসী স্ত্রী ও তার পুত্রকে তাড়িয়ে দাও! কারণ দাসীর পুত্র স্বাধীন স্ত্রীর পুত্রের সাথে কিছুরই উত্তরাধিকারী হবে না।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 তবুও শাস্ত্র কি বলে? “ঐ দাসীকে ও তার ছেলেকে বের করে দাও, কারণ ঐ দাসীর ছেলে কোন ভাবেই স্বাধীনার ছেলের সঙ্গে উত্তরাধিকারী হবে না।” অধ্যায় দেখুন |