Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 4:34 - পবিত্র বাইবেল O.V. (BSI)

34 পরে মোশি, হারোণ ও মণ্ডলীর অধ্যক্ষগণ, কহাতীয় সন্তানগণের গোষ্ঠী

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 পরে মূসা, হারুন ও মণ্ডলীর নেতৃবর্গ, কহাতীয় সন্তানদের গোষ্ঠী

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

34 মোশি, হারোণ এবং সমাজের নেতারা, গোষ্ঠী ও বংশ অনুসারে কহাতীয়দের গণনা করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

34-48 মোশি, হারোণ ও জনমণ্ডলীর নেতৃবৃন্দ কহাৎ, গের্শোন ও মরারি গোষ্ঠীর লোকদের পরিবার ও পিতৃকুল অনুসারে গণনা করলেন। ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়সের যতজন পুরুষ সম্মিলন শিবিরে পরিচর্যার কাজ করতে পারে, তাদের সংখ্যা তাঁরা গণনা করলেন। কহাৎ, গের্শোন ও মরারি গোষ্ঠীর পরিবার অনুযায়ী তালিকাভুক্ত লোকের সংখ্যা হল এই: গোষ্ঠী সংখ্যা কোহাৎ 2,750 গের্শোন 2,630 মরারি 3,200 সর্বমোট 8,580

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

34 মোশি, হারোণ এবং ইস্রায়েলের দলনেতারা কহাতের লোকদের তাদের পরিবার এবং পরিবারগোষ্ঠী অনুসারেই গণনা করেছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

34 মোশি, হারোণ ও মণ্ডলীর শাসনকর্তারা, গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে কহাতীয় সন্তানদের গণনা করলেন।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 4:34
5 ক্রস রেফারেন্স  

আর কহাৎ হইতে অম্রামীয় গোষ্ঠী, যিষ্‌হরীয় গোষ্ঠী, হিব্রোণীয় গোষ্ঠী ও উষীয়েলীয় গোষ্ঠী উৎপন্ন হইল; ইহারা কহাতীয়দের গোষ্ঠী।


সমাগম-তাম্বুতে ইহা মরারি-সন্তানদের গোষ্ঠীদের সমস্ত সেবাকর্ম্ম সম্বন্ধীয় কার্য্য; ইহা হারোণ যাজকের পুত্র ঈথামরের হস্তগত হইবে।


ও পিতৃকুলানুসারে তাহাদের মধ্যে ত্রিশ বৎসর বয়স্ক অবধি পঞ্চাশ বৎসর বয়স্ক পর্য্যন্ত যাহারা সমাগম-তাম্বুতে সেবাকর্ম্ম করিবার জন্য শ্রেণীভুক্ত হইল, তাহাদিগকে গণনা করিলেন।


আর প্রত্যেক বংশ হইতে এক এক জন, আপন আপন পিতৃকুলের প্রধান ব্যক্তি, তোমাদের সহকারী হইবে।


এই সকলে আপন আপন পিতৃকুলানুসারে লেবির সন্তান, বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যাহারা নাম ও মস্তকানুসারে গণিত হইল, সদাপ্রভুর গৃহের সেবাকর্ম্ম করিত, ইহারা তাহাদের পিতৃকুলপতি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন