গণনা পুস্তক 36:11 - পবিত্র বাইবেল O.V. (BSI)11 ফলতঃ মহলা, তির্সা, হগ্লা মিল্কা ও নোয়া, সলফাদের এই কন্যাগণ আপন আপন পিতৃব্য-পুত্রদের সহিত বিবাহিতা হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 ফলত মহলা, তির্সা, হগ্লা মিল্কা ও নোয়া, সলফাদের এই কন্যারা নিজ নিজ চাচাতো ভাইদের সঙ্গে বিবাহিতা হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 সলফাদের মেয়েরা—মহলা, তির্সা, হগ্লা, মিল্কা ও নোয়া—তাদের পিতৃ-গোষ্ঠীর ছেলেদের বিয়ে করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 মহলাহ্, তিরসা, হগলা, মিলকা ও নোয়া-সলফাদের এই কন্যারা তাদের জ্যেঠতুতো ও খুড়তুতো ভাইদের বিবাহ করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 সেই কারণে সলফাদের কন্যারা মহলা, তির্সা, হগ্লা, মিল্কা এবং নোয়া—পরিবারে তাদের পিতার দিকের, জ্ঞাতি ভাইদের বিবাহ করেছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 তার ফলে মহলা, তির্সা, হগ্লা, মিল্কা ও নোয়া, সলফাদের এই মেয়েরা মনঃশির সন্তানদের বিয়ে করল। অধ্যায় দেখুন |