গণনা পুস্তক 35:14 - পবিত্র বাইবেল O.V. (BSI)14 তোমরা যর্দ্দনের পূর্ব্বপারে তিন নগর ও কনান দেশে তিন নগর দিবে; সেগুলি আশ্রয় নগর হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 তোমরা জর্ডানের পূর্ব পারে তিনটি নগর ও কেনান দেশে তিনটি নগর দেবে; সেগুলো আশ্রয় নগর হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 জর্ডনের এই পাড়ে তিনটি এবং কনানে তিনটি আশ্রয়-নগর দান করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 জর্ডনের পূর্বতীরে তিনটি এবং কনান দেশে তিনটি নগর তোমরা নির্দিষ্ট করবে। এগুলি হবে অভয় পুরী, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 ঐ শহরগুলোর মধ্যে তিনটি শহর যর্দন নদীর পূর্ব দিকে থাকবে এবং তিনটি থাকবে যর্দন নদীর পশ্চিমে কনান দেশে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 তোমরা যর্দ্দনের পূর্ব দিকে তিনটি শহর ও কনান দেশে তিনটি শহর দেবে; সেগুলি আশ্রয় শহর হবে। অধ্যায় দেখুন |