গণনা পুস্তক 31:48 - পবিত্র বাইবেল O.V. (BSI)48 পরে সৈন্যসাহস্রের উপরে কর্ত্তৃত্বকারী সহস্রপতিরা ও শতপতিরা মোশির নিকটে আসিলেন; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস48 পরে হাজার সৈন্যের উপরে কর্তৃত্বকারী সহস্রপতি ও শতপতিরা মূসার কাছে আসলেন; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ48 তখন সামরিক বিভাগের পদস্থ আধিকারিকেরা, অর্থাৎ সহস্র-সেনাপতিরা ও শত-সেনাপতিরা, মোশির কাছে গিয়ে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)48 পরে সহস্র ও শত সৈন্যের নায়কেরা মোশির কাছে এসে বললেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল48 এরপর সৈন্যদের নেতারা (1000 জন পুরুষের উর্দ্ধতন নেতারা এবং 100 জন পুরুষের উর্দ্ধতন নেতারা) মোশির কাছে এলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী48 সৈন্য সামন্তের উপরে কর্তৃত্বকারী সহস্রপতিরা ও শতপতিরা মোশির কাছে আসলেন; অধ্যায় দেখুন |