গণনা পুস্তক 31:26 - পবিত্র বাইবেল O.V. (BSI)26 তুমি ও ইলিয়াসর যাজক এবং মণ্ডলীর পিতৃকুলপতিগণ যুদ্ধে ধৃত জীবগণের, অর্থাৎ বন্দি মনুষ্যদের ও পশুদের সংখ্যা গ্রহণ কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 তুমি ও ইলিয়াসর ইমাম এবং মণ্ডলীর পিতৃকুল-পতিগণ যুদ্ধে ধৃত প্রাণীদের, অর্থাৎ বন্দী মানুষ ও পশুদের সংখ্যা গণনা কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 “তুমি, যাজক ইলিয়াসর এবং সমাজের বংশ-প্রধানেরা, সমস্ত বন্দি মানুষ ও ধৃত পশুদের সংখ্যা গণনা করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 তুমি পুরোহিত ইলিয়াসর এবং গোষ্ঠীপ্রধানেরা মিলে যুদ্ধে বন্দী মানুষ ও পশুদের সংখ্যা গণনা কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 “তুমি, যাজক ইলিয়াসর এবং সমস্ত নেতারা সমস্ত বন্দীদের, পশুদের এবং সৈন্যরা যুদ্ধে যেসব দ্রব্যসামগ্রী নিয়ে এসেছিল সেগুলো গণনা করবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 “তুমি ও ইলীয়াসর যাজক এবং মণ্ডলীর পূর্বপুরুষদের গোষ্ঠীর নেতা যুদ্ধে অপহৃত জীবদের, অর্থাৎ বন্দি মানুষদের ও পশুদের সংখ্যা গণনা কর। অধ্যায় দেখুন |