গণনা পুস্তক 26:19 - পবিত্র বাইবেল O.V. (BSI)19 যিহূদার পুত্র এর ও ওনন; এর ও ওনন কনান দেশে মরিয়াছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 এহুদার পুত্র এর ও ওনন; এর ও ওনন কেনান দেশে ইন্তেকাল করেছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 এর ও ওনন, যিহূদার সন্তান। তারা সবাই কনানে মারা গিয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 যিহূদার পুত্র এর এবং ওনন। এর এবং ওনন কনান দেশে থাকতেই মারা গিয়েছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19-20 এই পরিবারগুলি ছিল যিহূদার পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত: শেলা হতে শেলায়ীয় পরিবার। পেরস হতে পেরসীয় পরিবার। সেরহ হতে সেরহীয় পরিবার। যিহূদার পুত্রদের মধ্যে দুজন, এর এবং ওনন কনান দেশে মারা গিয়েছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 যিহূদার ছেলে এর ও ওনন; এর ও ওনন কনান দেশে মারা গিয়েছিল। অধ্যায় দেখুন |