Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 24:15 - পবিত্র বাইবেল O.V. (BSI)

15 পরে সে আপন মন্ত্র গ্রহণ করিয়া কহিল; বিয়োরের পুত্র বিলিয়ম কহিতেছে, যাহার চক্ষু মুদ্রিত ছিল, সেই পুরুষ কহিতেছে;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 পরে সে তার দৈববাণী গ্রহণ করে বললো; বিয়োরের পুত্র বালাম বলছে, যার চোখ খোলা রয়েছে, সেই পুরুষ বলছে;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 পরে সে তার প্রত্যাদেশ ব্যক্ত করল, “বিয়োরের ছেলে বিলিয়মের প্রত্যাদেশ, যার চোখ স্পষ্ট প্রত্যক্ষ করে, তার প্রত্যাদেশ,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 এই বলে ভাবাবেশে তিনি বলতে লাগলেনঃ বিয়োর তনয় বিলিয়মের বাণী এই, দৃষ্টি যার স্বচ্ছ, এ তারই উক্তি-

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 তখন বিলিয়ম ভাববাণী করে বললেন: “বিয়োরের পুত্র বিলিয়মের কাছ থেকে এই বার্তা, আমি যা স্পষ্ট দেখেছি সে সম্পর্কেই বলছি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 পরে সে তার ভাববাণী গ্রহণ করে বলল, “বিয়োরের ছেলে বিলিয়ম বলছে, যার চোখ ভালোভাবে খোলা ছিল, সেই পুরুষ বলছে।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 24:15
6 ক্রস রেফারেন্স  

তখন সে আপন মন্ত্র গ্রহণ করিয়া বলিল, বালাক অরাম হইতে আমাকে আনাইলেন, মোয়াব-রাজ পূর্ব্বদিকের পর্ব্বতমালা হইতে আনাইলেন; আইস, আমার নিমিত্ত যাকোবকে শাপ দেও, আইস, ইস্রায়েলের উপর কুপিত হও।


যেন ভাববাদীর দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, “আমি দৃষ্টান্ত কথায় আপন মুখ খুলিব, জগতের পত্তনাবধি যাহা যাহা গুপ্ত আছে, সে সকল ব্যক্ত করিব।”


পরে ইয়োব পুনর্ব্বার কথা প্রসঙ্গ করিলেন,


তখন সে আপন মন্ত্র গ্রহণ করিয়া কহিল, উঠ, বালাক, শ্রবণ কর; হে সিপ্পোরের পুত্র, আমার কথায় কর্ণ দেও;


যে ঈশ্বরের বাক্য সকল শুনে, যে পরাৎপরের তত্ত্ব জানে, যে সর্ব্বশক্তিমানের দর্শন পায়, সে পতিত ও উন্মীলিতচক্ষু হইয়া কহিতেছে;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন