গণনা পুস্তক 23:22 - পবিত্র বাইবেল O.V. (BSI)22 ঈশ্বর মিসর হইতে উহাদিগকে আনিতেছেন; সে গবয়ের ন্যায় শক্তিশালী। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 আল্লাহ্ মিসর থেকে ওদের এনেছেন; সে ষাঁড়ের মত শক্তিশালী। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 ঈশ্বর, মিশর থেকে তাদের নিয়ে এসেছেন, বন্য বৃষের মতো তারা শক্তিধর; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 ঈশ্বর মিশর থেকে ওদের উদ্ধার করে এনেছেন, শৃঙ্গ যেমন বন্যবৃষের শক্তি স্বরূপ, তেমনি ওদের পরাক্রমও তিনি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 ঈশ্বর ঐসব লোকদের মিশর থেকে নিয়ে এসেছেন। তিনি তাদের পক্ষে বুনো ষাঁড়ের মতোই শক্তিশালী। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 ঈশ্বর মিশর থেকে তাদেরকে এনেছেন, সে বন্য ষাঁড়ের মত শক্তিশালী। অধ্যায় দেখুন |