গণনা পুস্তক 21:34 - পবিত্র বাইবেল O.V. (BSI)34 তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইহা হইতে ভীত হইও না, কেননা আমি ইহাকে, ইহার সমস্ত প্রজাকে ও ইহার দেশ তোমার হস্তে সমর্পণ করিলাম; তুমি হিষ্বোনবাসী ইমোরীয়দের রাজা সীহোনের প্রতি যেমন করিলে, ইহার প্রতি তদ্রূপ করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 তখন মাবুদ মূসাকে বললেন, তুমি এতে ভয় পেয়ো না, কেননা আমি একে, এর সমস্ত লোক ও এর দেশ তোমার হাতে তুলে দিলাম; তুমি হিষ্বোনবাসী আমোরীয়দের বাদশাহ্ সীহোনের প্রতি যেমন করেছ, এর প্রতি সেরকম করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 সদাপ্রভু মোশিকে বললেন, “তাকে ভয় পেয়ো না। আমি তাকে, তার সমস্ত সেনাবাহিনী ও তার দেশ তোমার হাতে সমর্পণ করেছি। তার প্রতি সেরকমই কোরো, যেমন তুমি ইমোরীয়দের রাজা সীহোনের প্রতি করেছিলে, যে হিষ্বোনে রাজত্ব করত।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 প্রভু পরমেশ্বর তখন মোশিকে বললেন, তুমি একে ভয় করো না কারণ আমি একে, এর প্রজাদের এবং এর রাজ্য সবই তোমার হাতে সমর্পণ করলাম। তুমি হিষবোণ নিবাসী ইমোরীদের রাজা সিহোনের যে দশা করেছ এরও তাই করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 কিন্তু প্রভু মোশিকে বললেন, “ঐ রাজা সম্পর্কে ভীত হয়ো না। আমি তার সমস্ত সৈন্য এবং তার সম্পূর্ণ দেশ তোমার হাতে তুলে দেব। ইমোরীয়দের রাজা সীহোন, যিনি হিষ্বোনে বাস করতেন তার সঙ্গে তুমি যা করেছিলে এই রাজার সঙ্গেও তুমি সেটাই করো।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী34 তখন সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি এদের থেকে ভয় পেয় না, কারণ আমি এর উপর তোমাকে জয়ী করেছি, এর সমস্ত প্রজা ও এর দেশকে। তুমি হিষ্বোন-বাসী ইমোরীয়দের রাজা সীহোনের প্রতি যেমন করলে, এদের প্রতি সেই রকম করবে।” অধ্যায় দেখুন |