উপ 2:23 - পবিত্র বাইবেল O.V. (BSI)23 কেননা তাহার সমস্ত দিন ব্যথাযুক্ত, এবং তাহার কষ্ট মনস্তাপজনক, রাত্রিতেও তাহার হৃদয় বিশ্রাম পায় না। ইহাও অসার। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 কেননা তার সমস্ত দিন ব্যথাযুক্ত এবং তার কষ্ট মনস্তাপজনক, রাত্রেও তার দিল বিশ্রাম পায় না। এও অসার। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 সারাদিন তার কাজে থাকে মনস্তাপ ও ব্যথা; রাতেও তার মন বিশ্রাম পায় না। এটাও অসার। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 সারাটি জীবন ধরে সে যা কিছু করে, তাতে লাভ নেই কিছু, বাড়ে শুধু দুঃখের পসরা, নিদ্রাহীন রাত কাটে বেদনায়। দুর্বোধ্য এ সবই, সবই রহস্যময়! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 সে সারা জীবন পায় শুধু যন্ত্রণা, হতাশা আর কঠিন পরিশ্রম। এমনকি রাতেও সে বিশ্রাম পায় না। এটাও অসার। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 প্রত্যেকদিন তার কাজ হল ব্যথাযুক্ত এবং চাপযুক্ত, তাই রাতে তার আত্মা শান্তি পায় না। এটাও বাষ্প। অধ্যায় দেখুন |