উপ 1:2 - পবিত্র বাইবেল O.V. (BSI)2 উপদেশক কহিতেছেন, অসারের অসার, অসারের অসার, সকলই অসার। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 হেদায়েতকারী বলছেন, অসারের অসার, সকলই অসার। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 উপদেশক বলেন, “অসার! অসার! অসারের অসার! সকলই অসার।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 উপদেশক বলেনঃ সংসারে সবই দুর্বোধ্য, সব কিছুই হেঁয়ালি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 সবই এত অর্থহীন! তাই উপদেশকের মতে সবই অসার, সবই সময়ের অপচয়! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 উপদেশক এই কথা বলেছেন, “কুয়াশার বাষ্পের মত, বাতাসে মিশে থাকা জল কণার মত, সব কিছুই উবে যায়, অনেক প্রশ্ন রেখে। অধ্যায় দেখুন |