ইয়োব 39:5 - পবিত্র বাইবেল O.V. (BSI)5 কে বন্য গর্দ্দভকে স্বাধীন করিয়া ছাড়িয়া দিয়াছে? কে বন্য খরের বন্ধন মুক্ত করিয়াছে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 কে বন্য গাধাকে স্বাধীন করে ছেড়ে দিয়েছে? কে তাদের বন্ধন মুক্ত করেছে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 “বুনো গাধাকে কে স্বাধীন হয়ে যেতে দিয়েছে? কে তাদের দড়ি খুলে দিয়েছে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 কে বন্যগর্দভকে স্বাধীনতা দিয়েছে? কে তাদের বন্ধনমুক্ত করে ঘুরে বেড়াতে দিয়েছে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 “ইয়োব, বুনো গাধাদের কে মুক্তভাবে বিচরণ করতে দিয়েছে? কে ওদের বাঁধন খুলে ওদের মুক্ত করে দিয়েছে? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 কে বুনো গাধাকে স্বাধীনভাবে যেতে দিয়েছে? কে দ্রুতগামী গাধার বাঁধন খুলে দিয়েছে, অধ্যায় দেখুন |
তিনি মনুষ্য-সন্তানদের নিকট হইতে দূরীকৃত হইলেন, তাঁহার হৃদয় পশুর সমান হইল, ও বন্য-গর্দ্দভের সহিত তাঁহার বাস হইল; তিনি বলদের ন্যায় তৃণ ভোজন করিতেন, এবং তাঁহার শরীর আকাশের শিশিরে ভিজিত; যে পর্য্যন্ত না তিনি জানিতে পারিলেন যে, মনুষ্যদের রাজ্যে পরাৎপর ঈশ্বর কর্ত্তৃত্ব করেন, ও তাহার উপরে যাহাকে ইচ্ছা তাহাকে নিযুক্ত করেন।