ইয়োব 38:32 - পবিত্র বাইবেল O.V. (BSI)32 রাশিগণকে কি স্ব স্ব ঋতুতে চালাইতে পার? স্বাতি ও তৎপুত্রগণকে পথ দেখাইতে পার? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 রাশিগুলোকে কি স্ব স্ব ঋতুতে চালাতে পার? সপ্তর্ষি ও তার পুত্রদেরকে পথ দেখাতে পার? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ32 তুমি কি নক্ষত্রপুঞ্জকে তাদের নিজস্ব ঋতুতে চালাতে পার বা শাবকসুদ্ধ ভালুককে তার পথ দেখাতে পারো? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 তুমি কি নক্ষত্ররাশির গতিপথ ঋতু অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পার? পার কি তুমি সপ্তর্ষিমণ্ডল ও অনুগামী নক্ষত্রদের পথনির্দেশ করতে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 তুমি কি ঠিক সময়ে নক্ষত্রমণ্ডলীকে বার করতে পারো? তুমি কি বিরাট ভালুকটিকে তার শাবকসহ পরিচালিত করতে পারো? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী32 তুমি কি নক্ষত্রপুঞ্জকে তাদের সঠিক দিনের প্রকাশ পেতে চালনা দিতে পার? তুমি কি ভাল্লুককে তার বাচ্চাদের সঙ্গে পথ দেখাতে পার? অধ্যায় দেখুন |