Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 34:4 - পবিত্র বাইবেল O.V. (BSI)

4 আইসুন, যাহা ন্যায্য তাহাই মনোনীত করি, ভাল কি, আপনাদের মধ্যে নিশ্চয় করি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 আসুন, যা ন্যায্য তা-ই মনোনীত করি, কোন্‌টি ভাল, নিজেদের মধ্যে স্থির করি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 আসুন, যা ন্যায্য আমরা তা আমাদের জন্য ঠিক করে নিই; আসুন, যা ভালো আমরা তা একসাথে শিখে নিই।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 আসুন, যা ন্যায়সঙ্গত তা-ই আমরা বেছে নিই, কি ভাল তা আমরা বিচার করে দেখি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 অতএব, আমাদেরই ঠিক করতে দিন কোনটা সঠিক। আসুন, আমরা সবাই মিলে স্থির করি কোনটা সত্যিই ভালো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 আসুন যা ন্যায্য তা আমরা বেছে নিই: আসুন যা আমাদের মধ্যে ভাল তার আবিষ্কার করি।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 34:4
11 ক্রস রেফারেন্স  

আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও; যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পার, ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ।


দৃশ্য মতে বিচার করিও না, কিন্তু ন্যায্য বিচার কর।


ইয়োবের পরীক্ষা শেষ পর্য্যন্ত হইলেই ভাল, কেননা তিনি অধার্ম্মিকদের ন্যায় উত্তর করিয়াছেন।


দেখ, তোমরা সকলেই ইস্রায়েল-সন্তান; অতএব এ বিষয়ে আপন আপন মত বলিয়া মন্ত্রণা স্থির কর।


যাহারা তাহা দেখিল সকলে কহিল, ইস্রায়েল-সন্তানগণের মিসর দেশ হইতে বাহির হইয়া আসিবার দিন হইতে অদ্য পর্য্যন্ত এমন কর্ম্ম কখনও হয় নাই, দেখাও যায় নাই; এ বিষয়ে বিবেচনা কর, মন্ত্রণা কর, কি কর্ত্তব্য বল।


কেননা রসনা যেমন ভক্ষ্যের স্বাদ লয়, তদ্রূপ কর্ণ কথার পরীক্ষা করে।


দেখুন, ইয়োব বলিলেন, আমি ধার্ম্মিক, কিন্তু আমার যাহা ন্যায্য, ঈশ্বর তাহা হরণ করিয়াছেন;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন