ইয়োব 33:22 - পবিত্র বাইবেল O.V. (BSI)22 তাহার প্রাণ কূপের নিকটস্থ হয়, তাহার জীবন বিনাশকদের নিকটবর্ত্তী হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 তার প্রাণ কূপের নিকটস্থ হয়, তার জীবন মৃত্যুর দূতদের নিকটবর্তী হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 তারা খাতের কাছে এগিয়ে যায়, ও তাদের জীবন মৃত্যুদূতদের নিকটবর্তী হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 সে কবরের দিকে এগিয়ে চলে, মৃত্যুদূতেরা এগিয়ে আসে তার কাছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 ঐ লোকটি ‘গহবর’ এর কাছাকাছি পৌঁছে যায়। ওর জীবনও মৃত্যুর কাছাকাছি চলে আসে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 সত্যি, তার প্রাণ গর্তের কাছাকাছি, তার জীবন তাদের হাতে যারা তা ধ্বংস করতে চায়। অধ্যায় দেখুন |