ইয়োব 30:24 - পবিত্র বাইবেল O.V. (BSI)24 পড়িবার সময়ে লোকে কি হস্ত বিস্তার করে না? বিনাশকালে কি সে জন্য আর্ত্তনাদ করে না? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 পড়বার সময়ে লোক কি হাত বাড়িয়ে ধরে না? কষ্টের সময়ে কি সাহায্যের জন্য আর্তনাদ করে না? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 “একজন বিদীর্ণ মানুষ যখন তার চরম দুর্দশায় সাহায্যের জন্য আর্তনাদ করে তখন নিশ্চয় তার উপরে কেউ হস্তক্ষেপ করে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 আমার মতো একটি বিধ্বস্ত মানুষের উপর কেন তুমি এমনভাবে আক্রমণ করে চলেছ, তোমার করুণাভিক্ষা ছাড়া যার আর কিছুই করার নেই? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 “কিন্তু, যে ইতিমধ্যেই বিধ্বস্ত ও সাহায্যের জন্য কাতর আর্জি জানাচ্ছে, তাকে নিশ্চয়ই কোন লোক আঘাত করবে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 যাইহোক, যখন সে পড়ে তখন কি সে তার হাত বাড়ায় না সাহায্যের জন্য অথবা বিপদে কি সে চিত্কার করে না? অধ্যায় দেখুন |