ইয়োব 29:6 - পবিত্র বাইবেল O.V. (BSI)6 আমার পদচিহ্ন ক্ষীরে প্রক্ষালিত হইত, আমার জন্য শৈল তৈলের নদী বহাইত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 আমার পায়ের চিহ্ন দুধে নিমজ্জিত হত, শৈল হত আমার জন্য তেলের নদী। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 আমার পথ যখন ননি প্লাবিত হত ও পাষাণ-পাথর আমার জন্য জলপাই তেলের ধারা ঢেলে দিত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 দুধের প্রাচুর্যে আমার পথ সিক্ত হত পাথুরে জমি থেকে আমার জন্য উৎপন্ন হত জলপাই তেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 তখন জীবনটা খুব সুন্দর ছিল। তখন আমি ননী দিয়ে আমার পা ধুয়েছি, তখন আমার কাছে প্রচুর পরিমাণে উত্তম মানের জলপাই তেল ছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 যখন আমার পায়ের চিহ্ন দুধ দিয়ে ধোয়া হত এবং পাথর আমার জন্য তেলের ঝরনা বইয়ে দিত! অধ্যায় দেখুন |