Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 21:3 - পবিত্র বাইবেল O.V. (BSI)

3 আমার প্রতি সহিষ্ণুতা কর, আমিই কথা কহি; আমার কথনের পরে তুমি বিদ্রূপ করিও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 আমার প্রতি সহিষ্ণু হও, আমিই কথা বলি; আমার কথনের পরে তুমি বিদ্রূপ করো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 আমি কথা বলার সময় তোমরা একটু সহ্য করো, ও আমি কথা বলার পর, তোমরা আমাকে বিদ্রুপ কোরো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 আমার অনুরোধ রাখ, আমাকে কথা বলতে দাও, আমার কথা শেষ হলে তোমরা ব্যঙ্গবিদ্রূপ করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 আমার সম্পর্কে ধৈর্য্য ধর এবং আমাকে কথা বলতে দাও। আমার বলা শেষ হলে, তোমরা আমায় নিয়ে মজা করতে পারো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 আমার প্রতি ধৈর্য্য ধর এবং আমিও কথা বলব; আমার কথা বলার পরে, আমার ওপর বিদ্রূপ কর।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 21:3
10 ক্রস রেফারেন্স  

সত্য, বিদ্রূপকারিগণ আমার নিকটস্থ, তাহাদের বিরোধ আমার চক্ষুর্গোচরে আছে।


লোকে আমার বিরুদ্ধে মুখ খুলিয়া হা করে, ধিক্কারপূর্ব্বক আমার গালে চপেটাঘাত করে, তাহারা আমার বিরুদ্ধে সমাগত হয়।


আমার মিত্রবর্গ আমাকে বিদ্রূপ করে; ঈশ্বরের উদ্দেশে আমার চক্ষু অশ্রুপাত করে;


নীরব হও; আমাকে ছাড়, আমিই বলি, আমার যাহা হয় হউক।


তিনি তোমাদের পরীক্ষা করিলে কি মঙ্গল হইবে? মনুষ্য যেমন মনুষ্যকে ভুলায়, তেমনি তোমরা কি তাঁহাকে ভুলাইবে?


তোমার দর্পে কি মনুষ্যেরা নীরব থাকিবে? তুমি বিদ্রূপ করিলে কি কেহ তোমাকে লজ্জা দিবে না?


তোমরা মন দিয়া আমার কথা শুন, তাহাই তোমাদের সান্ত্বনা দান হইবে।


দেখ তোমরা সকলেই তাহা দেখিয়াছ, তবে কেন এমন অলীক হইয়া পড়িয়াছ?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন