ইয়োব 21:26 - পবিত্র বাইবেল O.V. (BSI)26 ইহারা উভয়ে সমভাবে ধূলায় শয়ন করে, উভয়ে কীটে আচ্ছন্ন হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 এরা উভয়ে সমভাবে ধুলায় শায়িত হয়, উভয়ে কীটে আচ্ছন্ন হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 পাশাপাশিই তারা ধুলোয় পড়ে থাকে, ও কীটপতঙ্গ তাদের উভয়কেই ঢেকে রাখে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 কিন্তু এরা সকলেই একই ভাবে ধূলায় মিশে যায়, কীটে তাদের ছেয়ে ফেলে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 শেষ কালে, ওই দুই জন লোকই এক সঙ্গে ধূলিতে শুয়ে থাকবে, উভয়ের দেহই পোকাতে ছেয়ে যাবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 তারা সমানভাবে ধূলোয় শুয়ে পরবে; তাদের দুজনকেই পোকায় ঢাকে। অধ্যায় দেখুন |