ইয়োব 12:21 - পবিত্র বাইবেল O.V. (BSI)21 তিনি কর্ত্তাদের উপরে তুচ্ছতা ঢালিয়া দেন, বিক্রমীদের কটিবন্ধন খুলিয়া ফেলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 তিনি কর্তাদের উপরে ঘৃণা ঢেলে দেন, বিক্রমীদের কোমরবন্ধনী খুলে ফেলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 তিনি অভিজাতদের হেনস্থা করেন ও বলশালীদের নিরস্ত্র করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 শাকসকদের তিনি লজ্জিত করেন, বলবানদের করেন বলহীন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 ঈশ্বর নেতাদের গুরুত্ব হ্রাস করান। তিনি শাসকের ক্ষমতা কেড়ে নেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 তিনি অভিজাতদের ওপর অপমান ঢেলে দেন এবং শক্তিশালীদের কোমরবন্ধন খুলে দেন। অধ্যায় দেখুন |