ইষ্রা 8:20 - পবিত্র বাইবেল O.V. (BSI)20 আর দায়ূদ ও অধ্যক্ষেরা যাহাদিগকে লেবীয়দের সেবাকর্ম্মের জন্য দিয়াছিলেন, সেই নথীনীয়দের মধ্যে দুই শত বিংশতি জনকেও আনিল; সেই সকলের নাম লিখিত হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 আর দাউদ ও কর্মকর্তারা, যাদেরকে লেবীয়দের সেবা-কর্মের জন্য দিয়েছিলেন, সেই নথীনীয়দের মধ্যে দুই শত বিশ জনকেও আনলো; সেই সবের নাম লেখা হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 সেই সঙ্গে তারা 220 জন মন্দির-পরিচারককে আনল যাদের দাউদ ও কর্মকর্তারা লেবীয়দের সাহায্য করার জন্য নিযুক্ত করেছিলেন। তাদের সকলের নাম লিপিবদ্ধ করা হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 অধিকন্তু তারা আরও 220জন কর্মীকে পাঠাল। রাজা দাউদ ও তাঁর রাজকর্মচারীরা মন্দিরের কাজে লেবীয়দের সাহায্য করার জন্য এদের পূর্বপুরুষদের নিযুক্ত করেছিলেন। তাদের সঙ্গে তাদের নামের তালিকাও পাঠিয়ে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 তারা 220 জন মন্দির কর্মীও পাঠিয়েছিল। (তাদের পূর্বপুরুষরা লেবীয়দের সাহায্য করবার জন্য দায়ূদ ও তাঁর কর্মচারীবর্গদ্বারা নিযুক্ত হয়েছিলেন। তাদের নাম তালিকা ভুক্ত ছিল।) অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 আর দায়ূদ ও শাসনকর্তারা যাদেরকে লেবীয়দের সেবা কাজের জন্য দিয়েছিলেন, সেই নথীনীয়দের মধ্যে দুশো কুড়ি জনকেও আনলো; তাদের সবার নাম লেখা হল৷ অধ্যায় দেখুন |