Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 2:55 - পবিত্র বাইবেল O.V. (BSI)

55 শলোমনের দাসদের সন্তানবর্গ; সোটয়ের সন্তান, হস্‌সোফেরতের সন্তান, পরূদার সন্তান;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

55 সোলায়মানের গোলামদের সন্তানবর্গ; সোটয়ের সন্তান, হস্‌সোফেরতের সন্তান, পরূদার সন্তান;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

55 শলোমনের দাসদের বংশধর: সোটয়, হস্‌সোফেরত, পরূদা,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

55-57 শলোমনের দাসদের বংশজাত যারা ফিরে এসেছিল, তাদের তালিকা: সোটয়, হস্‌সোফেরৎ, পরূদা, যালা, দর্কোণ, গিদ্দেল, শফটিয়, হটীল, পোখেরৎ, হৎসবায়ীম ও আমীর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

55 শলোমনের ভৃত্যদের উত্তরপুরুষরা ছিল: সোটয়, হসসোফেরত ও পরূদা।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

55 শলোমনের দাসদের বংশধররা; সোটয়ের বংশধর, হসসোফেরতের বংশধর, পরূদার বংশধর;

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 2:55
6 ক্রস রেফারেন্স  

যাহারা ইস্রায়েল-সন্তান নয়, যাহাদিগকে ইস্রায়েল-সন্তানগণ নিঃশেষে বিনষ্ট করিতে পারে নাই, দেশে অবশিষ্ট সেই লোকদের সন্তানদিগকে শলোমন আপনার কর্ম্মাধীন দাস করিয়া সংগ্রহ করিলেন; তাহারা অদ্য পর্য্যন্ত তাহাই করিতেছে।


শলোমনের দাসদের সন্তানবর্গ;


সীষরার সন্তান, তেমহের সন্তান, নৎসীহের সন্তান, হটীফার সন্তানগণ।


যালার সন্তান, দর্কোনের সন্তান, গিদ্দেলের সন্তান,


ইমোরীয়, হিত্তীয়, পরিষীয়, হিব্বীয়, ও যিবূষীয় যে সকল লোক অবশিষ্ট ছিল,


আমি অনেক দাস দাসী ক্রয় করিলাম, এবং আমার গৃহেও দাসগণ জন্মিল; আর আমার পূর্ব্বে যিরূশালেমে যাঁহারা ছিলেন, সেই সকল হইতে আমার গোমেষাদি পশুধন অধিক ছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন