Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 2:29 - পবিত্র বাইবেল O.V. (BSI)

29 নবোর সন্তান বাহান্ন জন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

29 নবোর সন্তান বাহান্ন জন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

29 নেবোর লোকেরা, 52 জন;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

29 নবো শহরের 52

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

29 নবোর বংশধর বাহান্ন জন৷

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 2:29
9 ক্রস রেফারেন্স  

হোলন, যহস, মেফাৎ, দীবোন, নবো,


মোয়াবের বিষয়। বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, হায় হায় নবো! উহা ত উচ্ছিন্ন হইল; কিরিয়াথয়িম লজ্জিত হইল, পরহস্তগত হইল, মিস্‌গব লজ্জিত হইল, উদ্বিগ্ন হইল।


সে রোদন করিবার জন্য বায়িতে ও দীবনে, উচ্চস্থলীতে, গিয়াছে; নবোর উপরে ও মেদবার উপরে মোয়াব হাহাকার করিতেছে, তাহাদের সকলের মস্তক মুণ্ডন হইয়াছে, প্রতিজনের দাড়ি কাটা গিয়াছে।


অন্য নবোর লোক বাহান্ন জন।


অর্থাৎ যিরীহোর সম্মুখে অবস্থিত মোয়াব দেশস্থ নবো পর্ব্বতে উঠ, এবং আমি অধিকারার্থে ইস্রায়েল-সন্তানগণকে যে দেশ দিতেছি, সেই কনান দেশ দর্শন কর।


দীবোন, যাসের, নিম্রা, হিষ্‌বোন, ইলিয়ালী, সেবাম, নবো ও বিয়োন,


বৈথেলের ও অয়ের লোক দুই শত তেইশ জন।


মগ্‌বীশের সন্তান এক শত ছাপ্পান্ন জন।


নবোর সন্তানদের মধ্যে যিয়ীয়েল, মত্তিথিয়, সাবদ, সবীনঃ, যাদয়, ও যোয়েল, বনায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন