ইষ্টের 8:4 - পবিত্র বাইবেল O.V. (BSI)4 তখন রাজা ইষ্টেরের দিকে স্বর্ণময় রাজদণ্ড বিস্তার করাতে ইষ্টের উঠিয়া রাজার সম্মুখে দাঁড়াইয়া কহিলেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তখন বাদশাহ্ ইষ্টেরের দিকে সোনার রাজদণ্ড প্রসারিত করাতে ইষ্টের উঠে বাদশাহ্র সম্মুখে দাঁড়িয়ে বললেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তখন রাজা তাঁর সোনার রাজদণ্ডটি ইষ্টেরের দিকে বাড়িয়ে দিলেন আর ইষ্টের উঠে রাজার সামনে দাঁড়ালেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 রাজা তাঁর স্বর্ণময় রাজদণ্ড ইষ্টেরের দিকে বাড়িয়ে দিলেন। তখন রাণী ইষ্টের উঠে দাঁড়িয়ে বললেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 রাজা তখন তাঁর সামনে সোনার রাজদণ্ডটি বাড়িয়ে দিলে, ইষ্টের উঠে দাঁড়িয়ে বললেন, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 তখন রাজা তাঁর সোনার রাজদণ্ডটা ইষ্টেরের দিকে বাড়িয়ে দিলেন আর ইষ্টের উঠে রাজার সামনে দাঁড়ালেন। অধ্যায় দেখুন |
রাজার দাসগণ ও রাজার অধীন প্রদেশ-সমূহের প্রজারা সকলেই জানে, পুরুষ কি স্ত্রী, যে কেহ আহূত না হইয়া ভিতরের প্রাঙ্গণে রাজার নিকটে যায়, তাহার জন্য একমাত্র ব্যবস্থা এই যে, তাহার প্রাণদণ্ড হইবে; কেবল যে ব্যক্তির প্রতি রাজা স্বর্ণময় রাজদণ্ড বিস্তার করেন, সেইমাত্র বাঁচে; আর, ত্রিশ দিন অবধি আমি রাজার নিকটে যাইবার জন্য আহূতা হই নাই।