Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্টের 6:7 - পবিত্র বাইবেল O.V. (BSI)

7 অতএব হামন রাজাকে কহিল, মহারাজ যাহার সমাদর করিতে চাহেন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 অতএব হামন বাদশাহ্‌কে বললো, বাদশাহ্‌, যার সম্মান করতে চান,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 সেইজন্য সে উত্তরে বলল, “রাজা যাকে সম্মান দেখাতে চান,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7-8 হামান রাজাকে বললেন, এই লোকটির জন্য রাজকীয় পোশাক আনার আদেশ দিন, এমন পোশাক আনতে বলুন যা মহারাজ স্বয়ং ব্যবহার করেন। এমন একটি অশ্ব আনান যে অশ্বে মহারাজ আরোহণ করে থাকেন, যার মস্তক রাজকীয় ভূষণে সুশোভিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 হামন তখন রাজাকে বললেন, “মহারাজ আপনি যদি কাউকে সম্মান দেখাতে চান তাহলে,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 অতএব হামন রাজাকে বলল, “মহারাজ যাঁকে সম্মান দেখাতে চান,

অধ্যায় দেখুন কপি




ইষ্টের 6:7
4 ক্রস রেফারেন্স  

তখন হামন সেই পরিচ্ছদ অশ্ব লইল, মর্দখয়কে পরিচ্ছদ পরাইয়া দিল, এবং অশ্বারোহণে নগরের চকে গমন করাইল, আর তাঁহার অগ্রে অগ্রে এই কথা ঘোষণা করিল, রাজা যাঁহার সমাদর করিতে চাহেন, তাঁহার প্রতি এইরূপ ব্যবহার করা যাইবে।


আর সেই পরিচ্ছদ ও অশ্ব মহারাজের এক জন অতি প্রধান অধ্যক্ষের হস্তে সমর্পিত হউক; এবং মহারাজ যাহার সমাদর করিতে চাহেন, সে সেই রাজকীয় পরিচ্ছদপরিহিত হউক; পরে তাহাকে সেই অশ্বারোহণে নগরের চকে লইয়া যাওয়া হউক, এবং তাহার অগ্রে অগ্রে এই কথা ঘোষণা করা হউক, রাজা যাঁহার সমাদর করিতে চাহেন, তাঁহার প্রতি এইরূপ ব্যবহার করা যাইবে।


তখন হামন ভিতরে আসিলে রাজা তাহাকে কহিলেন, রাজা যাহার সমাদর করিতে চাহেন, তাহার প্রতি কি করা কর্ত্তব্য? হামন মনে মনে ভাবিল, রাজা আমা ব্যতিরেকে আর কাহার সমাদর করিতে চাহিবেন?


তাহার নিমিত্ত মহারাজের পরিধেয় রাজকীয় পরিচ্ছদ, আর মহারাজ যাহার উপরে আরোহণ করিয়া থাকেন, এবং যাহার মস্তকে একটা রাজমুকুট স্থাপিত হইয়া থাকে, সেই অশ্ব আনীত হউক;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন