Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্টের 4:12 - পবিত্র বাইবেল O.V. (BSI)

12 ইষ্টেরের এই কথা মর্দখয়কে জ্ঞাত করা হইল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 ইষ্টেরের এই কথা মর্দখয়কে জানানো হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 মর্দখয়কে যখন ইষ্টেরের কথা জানানো হল,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

12 মর্দখয় ইষ্টেরের এই বার্তা পেয়ে প্রত্যুত্তরে তাঁকে এই সাবধানবাণী পাঠালেনঃ

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12-13 মর্দখয়কে ইষ্টেরের বার্তা জানানো হলে তিনি ইষ্টেরকে বলে পাঠালেন: “ইষ্টের, এমন ভেবো না যে যদিও তুমি রাজপ্রাসাদে বাস করছো, ইহুদী হয়েও নিজে বেঁচে যাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 ইষ্টের এই কথা মর্দখয়কে জানানো হল।

অধ্যায় দেখুন কপি




ইষ্টের 4:12
2 ক্রস রেফারেন্স  

রাজার দাসগণ ও রাজার অধীন প্রদেশ-সমূহের প্রজারা সকলেই জানে, পুরুষ কি স্ত্রী, যে কেহ আহূত না হইয়া ভিতরের প্রাঙ্গণে রাজার নিকটে যায়, তাহার জন্য একমাত্র ব্যবস্থা এই যে, তাহার প্রাণদণ্ড হইবে; কেবল যে ব্যক্তির প্রতি রাজা স্বর্ণময় রাজদণ্ড বিস্তার করেন, সেইমাত্র বাঁচে; আর, ত্রিশ দিন অবধি আমি রাজার নিকটে যাইবার জন্য আহূতা হই নাই।


তখন মর্দখয় ইষ্টেরকে এই উত্তর দিতে কহিলেন, সমস্ত যিহূদীর মধ্যে কেবল তুমি রাজবাটীতে থাকাতে রক্ষা পাইবে, তাহা মনে করিও না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন