ইব্রীয় 10:13 - পবিত্র বাইবেল O.V. (BSI)13 এবং তদবধি অপেক্ষা করিতেছেন, যে পর্য্যন্ত তাঁহার শত্রুগণ তাঁহার পাদপীঠ না হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 যে পর্যন্ত তাঁর দুশমনদেরকে তাঁর পায়ের তলায় রাখা না হয়, সেই পর্যন্ত অপেক্ষা করছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 সেই সময় থেকে, তাঁর শত্রুদের তাঁর পদানত করার জন্য তিনি প্রতীক্ষা করে আছেন, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 অপেক্ষা করছেন যে পর্যন্ত শত্রুরা তাঁর পদানত না হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 তাঁর শত্রুদের মাথা তাঁর পায়ের নীচে অবনত না হওয়া পর্যন্ত এখন তিনি সেখানে অপেক্ষা করছেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 এবং ততক্ষণ অবধি অপেক্ষা করছেন, যে পর্যন্ত তাঁর শত্রুরা তাঁর পায়ের নিচে না হয়। অধ্যায় দেখুন |