আমোষ 7:3 - পবিত্র বাইবেল O.V. (BSI)3 সদাপ্রভু তদ্বিষয়ে অনুশোচনা করিলেন; সদাপ্রভু বলিলেন, ইহা হইবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 মাবুদ সেই বিষয়ে অনুশোচনা করলেন; মাবুদ বললেন, ঐ রকম ঘটবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 তাই সদাপ্রভু অনুশোচনা করলেন। সদাপ্রভু বললেন, “এরকম হবে না।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 প্রভু তখন এ বিষয়ে তাঁর সঙ্কল্প পরিবর্তন করলেন। তিনি বললেন, এই ধ্বংসের ঘটনা ঘটবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 তখন প্রভু এই বিষয়ে তার মন পরিবর্তন করে বললেন, “এই রকম ঘটবে না।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 সদাপ্রভু এই বিষয়ে নরম হলেন। তিনি বললেন, “এটা ঘটবে না।” অধ্যায় দেখুন |
আর ঈশ্বর যিরূশালেম বিনষ্ট করিবার জন্য এক দূতকে তথায় প্রেরণ করিলেন; তিনি যখন বিনাশ করিতে উদ্যত হইলেন, তখন সদাপ্রভু দৃষ্টিপাত করিয়া সেই বিপদের জন্য অনুশোচনা করিলেন, এবং বিনাশক দূতকে কহিলেন, যথেষ্ট হইয়াছে, এখন তোমার হস্ত সঙ্কুচিত কর। তখন সদাপ্রভুর দূত যিবূষীয় অর্ণানের খামারের নিকটে দাঁড়াইয়াছিলেন।