আদিপুস্তক 8:6 - পবিত্র বাইবেল O.V. (BSI)6 আর চল্লিশ দিত গত হইলে নোহ আপনার নির্ম্মিত জাহাজের বাতায়ন খুলিয়া, একটা দাঁড়কাক ছাড়িয়া দিলেন; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 চল্লিশ দিন গত হলে নূহ্ তাঁর নিজের তৈরি জাহাজের জানালা খুলে একটা দাঁড়কাক ছেড়ে দিলেন; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 চল্লিশ দিন পর নোহ সেই জানালাটি খুলে দিলেন, যেটি তিনি সেই জাহাজে তৈরি করেছিলেন অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 চল্লিশ দিন পরে নোহ তাঁর তৈরী জাহাজের জানালা খুলে একটি দাঁড়কাক ছেড়ে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 আরও 40 দিন পরে নোহ নিজের তৈরী নৌকোর জানালাটা খুললেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 আর চল্লিশ দিন পরে নোহ নিজের বানানো জাহাজের জানালা খুলে, একটা দাঁড়কাক ছেড়ে দিলেন; অধ্যায় দেখুন |