Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 7:8 - পবিত্র বাইবেল O.V. (BSI)

8 নোহের প্রতি ঈশ্বরের আজ্ঞানুসারে শুচি অশুচি পশুর,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 নূহের প্রতি আল্লাহ্‌র হুকুম অনুসারে পাক ও নাপাক পশুর,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 শুচিশুদ্ধ ও অশুচি পশুদের, পাখিদের ও সরীসৃপ সব প্রাণীর মদ্দা ও মাদিরা জোড়ায় জোড়ায়,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

8-9 ঈশ্বর নোহকে যেমন নির্দেশ দিয়েছিলেন সেই মত প্রত্যেক জাতের শুচি ও অশুচি পশু, পাখি এবং ভূচর যাবতীয় প্রাণীর স্ত্রী-পুরুষ সহ জোড়া জোড়া নোহের সঙ্গে জাহাজে প্রবেশ করল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 সমস্ত শুচি ও অশুচি পশুপাখী এবং মাটিতে যারা বুকে হেঁটে চলে সেইসব প্রাণী

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 নোহের প্রতি ঈশ্বরের আদেশ অনুসারে শুচি অশুচি পশুর

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 7:8
7 ক্রস রেফারেন্স  

আর মাংসবিশিষ্ট সমস্ত জীবজন্তুর স্ত্রীপুরুষ যোড়া যোড়া লইয়া তাহাদের প্রাণরক্ষার্থে আপনার সহিত সেই জাহাজে প্রবেশ করাইবে;


সর্ব্বজাতীয় পক্ষী ও সর্ব্বজাতীয় পশু ও সর্ব্বজাতীয় ভূচর সরীসৃপ যোড়া যোড়া প্রাণরক্ষার্থে তোমার নিকটে প্রবেশ করিবে।


তুমি শুচি পশুর স্ত্রীপুরুষ লইয়া প্রত্যেক জাতির সাত সাত যোড়া, এবং অশুচি পশুর স্ত্রীপুরুষ লইয়া প্রত্যেক জাতির এক এক যোড়া,


এবং আকাশের পক্ষীদিগেরও স্ত্রীপুরুষ লইয়া প্রত্যেক জাতির সাত সাত যোড়া, সমস্ত ভূমণ্ডলে তাহাদের বংশ রক্ষার্থে আপনার সঙ্গে রাখ।


এবং পক্ষীর ও ভূমিতে গমনশীল যাবতীয় জীবের স্ত্রীপুরুষ যোড়া যোড়া জাহাজে নোহের নিকটে প্রবেশ করিল।


আর তাঁহাদের সহিত সর্ব্বজাতীয় বন্য পশু, সর্ব্বজাতীয় গ্রাম্য পশু, সর্ব্বজাতীয় ভূচর সরীসৃপ জীব ও সর্ব্বজাতীয় পক্ষী, সর্ব্বজাতীয় খেচর,


আর তাহার মধ্যে পৃথিবীর সর্ব্বপ্রকার চতুষ্পদ ও সরীসৃপ এবং আকাশের পক্ষী আছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন