আদিপুস্তক 49:8 - পবিত্র বাইবেল O.V. (BSI)8 যিহূদা, তোমার ভ্রাতৃগণ তোমারই স্তব করিবে; তোমার হস্ত তোমার শত্রুগণের ঘাড় ধরিবে; তব পিতৃসন্তানেরা তোমার সম্মুখে প্রণিপাত করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 এহুদা, তোমার ভাইয়েরা তোমারই স্তব করবে; তোমার হাত তোমার দুশমনদের ঘাড় ধরবে; তোমার পিতৃসন্তানেরা তোমার সম্মুখে ভূমিতে উবুড় হয়ে সম্মান দেখাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 “হে যিহূদা, তোমার দাদা-ভাইয়েরা তোমার প্রশংসা করবে; তোমার শত্রুদের ঘাড়ে তোমার হাত থাকবে; তোমার বাবার ছেলেরা তোমার কাছে মাথা নত করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 যিহুদা, তোমার ভাইয়েরা করবে তোমার স্তুতি, শত্রুদের তুমি রাখবে বশে, তোমার ভাইয়েরা নত হবে তোমার কাছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 “যিহূদা তোমার ভাইরা তোমার প্রশংসা করবে। তুমি তোমার শত্রুদের পরাজিত করবে। তোমার ভাইরা তোমার কাছে জানু পাতবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 যিহূদা, তোমার ভায়েরা তোমারই স্তব করবে; তোমার হাত তোমার শত্রুদের ঘাড় ধরবে; তোমার বাবার ছেলেরা তোমার সামনে নত হবে। অধ্যায় দেখুন |
যাহা হউক, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু ইস্রায়েলের উপরে নিত্য রাজত্ব করণার্থে আমার সমস্ত পিতৃকুল হইতে আমাকে মনোনীত করিয়াছেন; বস্তুতঃ তিনি নায়করূপে যিহূদাকে ও যিহূদার কুলমধ্যে আমার পিতৃকুলকে মনোনীত করিয়াছেন, এবং সমস্ত ইস্রায়েলের উপরে রাজা করণার্থে আমার পিতার পুত্রগণের মধ্যে আমারই উপরে প্রসন্ন হইয়াছেন।