আদিপুস্তক 41:3 - পবিত্র বাইবেল O.V. (BSI)3 সেগুলির পরে, দেখ, আর সাতটা কৃশ ও বিশ্রী গাভী নদী হইতে উঠিল, ও নদীর তীরে ঐ গাভীদের নিকটে দাঁড়াইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 সেগুলোর পরে, আর সাতটা কৃশ ও বিশ্রী গাভী নদী থেকে উঠলো ও নদীর তীরে ঐ গাভীদের কাছে দাঁড়ালো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 এগুলির পরে অন্য আরও সাতটি কুৎসিতদর্শন ও অস্থিচর্মসার গরু, নীলনদ থেকে উঠে এল ও নদীর কূলে চরা সেই গরুগুলির পাশে এসে দাঁড়াল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 এদের পরে আরও সাতটি রোগা ও বিশ্রী গাভী নদী থেকে উঠে এল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 এরপর নদী থেকে আরও সাতটা গরু উঠে এসে পাড়ের হৃষ্টপুষ্ট গরুগুলোর গা ঘেঁসে দাঁড়াল। কিন্তু ঐ গরুগুলো রোগা ছিল, দেখতেও অসুস্থ। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 সেগুলির পরে, দেখ, আর সাতটি রোগা ও বিশ্রী গরু নদী থেকে উঠল ও নদীর তীরে ঐ গরুদের কাছে দাঁড়াল। অধ্যায় দেখুন |