Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 25:15 - পবিত্র বাইবেল O.V. (BSI)

15 মিশ্‌ম, দূমা, মসা, হদদ, তেমা, যিটূর, নাফীশ ও কেদমা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 হদদ, তেমা, যিটূর, নাফীশ ও কেদমা।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 হদদ, তেমা, যিটূর, নাফীশ ও কেদমা।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 যেতুর, নাফিশ ও কেদেমা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 হদদ, তেমা, যিটুর, নাফীশ এবং কেদমা।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 হদদ, তেমা, জিতুর নাফীশ ও কেদমা।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 25:15
7 ক্রস রেফারেন্স  

তাহারা হাগরীয়দের সহিত এবং যিটূরের, নাফীশের ও নোদবের সহিত যুদ্ধ করিল।


পরে ইয়োবের প্রতি ঘটিত ঐ সকল বিপদের কথা তাঁহার তিন জন মিত্রের কর্ণগোচর হইলে তাঁহারা প্রত্যেকে আপন আপন স্থান হইতে আসিলেন; তৈমনীয় ইলীফস, শূহীয় বিল্‌দদ ও নামাথীয় সোফর একপরামর্শ হইয়া তাঁহার সহিত শোক ও তাঁহাকে সান্ত্বনা করিবার জন্য তাঁহার নিকটে আগমন করিতে স্থির করিলেন।


পরে কেদর, অদ্‌বেল, মিব্‌সম,


এই সকল ইশ্মায়েলের সন্তান; এবং তাঁহাদের গ্রাম ও তাম্বুপল্লী অনুসারে তাঁহাদের এই এই নাম; তাঁহারা আপন আপন জাতি অনুসারে দ্বাদশ জন অধ্যক্ষ ছিলেন।


ইহারা ইশ্মায়েলের সন্তান।


টেমার বণিক্‌দল দৃষ্টিপাত করিল, শিবার পথিকদল সেই সকলের অপেক্ষা করিল।


তোমরা তৃষিতের কাছে জল আন; হে টেমা-দেশবাসীরা, তোমরা অন্ন লইয়া পলাতকদের সহিত সাক্ষাৎ কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন