Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 11:20 - পবিত্র বাইবেল O.V. (BSI)

20 রিয়ূ বত্রিশ বৎসর বয়সে সরূগের জন্ম দিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 রিয়ূ বত্রিশ বছর বয়সে সরূগের জন্ম দিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 রিয়ূ বত্রিশ বছর বয়সে সরূগের বাবা হলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

20 রেয়ুর বত্রিশ বছর বয়সে সেরুগের জন্ম হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 রিয়ুর যখন 32 বছর বয়স তখন সরূগ নামে তাঁর এক পুত্র হয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 রিয়ূ বত্রিশ বছর বয়সে সরূগের জন্ম দিলেন।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 11:20
5 ক্রস রেফারেন্স  

ইনি সরূগের পুত্র, ইনি রিয়ুর পুত্র, ইনি পেলগের পুত্র, ইনি এবরের পুত্র, ইনি শেলহের পুত্র,


রিয়ূর জন্ম দিলে পর পেলগ দুই শত নয় বৎসর জীবৎ থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন।


সরূগের জন্ম দিলে পর রিয়ূ দুই শত সপ্ত বৎসর জীবৎ থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন।


আর মনুষ্য ছিল ষোল সহস্র, তাহাদের মধ্যে সদাপ্রভুর কর হইল বত্রিশটী প্রাণী।


পরে তাহারা মধ্যাহ্নকালে বাহির হইল। তখন বিন্‌হদদ ও অন্য রাজগণ, তাঁহার সহায় বত্রিশ জন রাজা, কুটীরে কুটীরে পান করিয়া মত্ত হইয়াছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন