Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




৩ যোহন 1:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 মণ্ডলীর কাছে আমি কিছু লিখেছিলাম কিন্তু প্রাধান্য লাভে আগ্রহী দিয়ত্রিফিস সবার উপরে থাকতে ভালবাসে, সে আমাদের গ্রাহ্য করে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 আমি মণ্ডলীকে কিছু লিখেছিলাম, কিন্তু তাদের মধ্যে প্রধান হতে চায় যে দিয়ত্রিফেস, সে আমাদের স্বীকার করে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 মণ্ডলীর কাছে আমি পত্র লিখেছিলাম, কিন্তু দিয়ত্রিফি যে প্রাধান্য পেতে ভালোবাসে, সে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 আমি মণ্ডলীকে কিছু লিখিয়াছিলাম, কিন্তু তাহাদের প্রাধান্যপ্রিয় দিয়ত্রিফি আমাদিগকে গ্রাহ্য করে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 আমি মণ্ডলীকে চিঠি লিখলাম; কিন্তু সেই দিয়ত্রিফি, যে তাদের নেতা হতে চায়, সে আমাদের কথা গ্রাহ্য করে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 আমি মণ্ডলীকে কিছু লিখেছিলাম, কিন্তু তাদের প্রাধান্যপ্রিয় দিয়ত্রিফি আমাদেরকে মান্য করে না।

অধ্যায় দেখুন কপি




৩ যোহন 1:9
15 ক্রস রেফারেন্স  

এবং বললেন, যে এই শিশুটিকে আমার নামে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে এবং যে আমাকে গ্রহণ করে, সে আমার প্রেরণ কর্তাকেই গ্রহণ করে, তোমাদের মধ্যে যে সবচেয়ে ছোট, সেই শ্রেষ্ঠ।


তাঁরা চুপ করে রইলেন কারণ তাদের মধ্যে কে শ্রেষ্ঠ —এই নিয়ে পথে তাঁরা তর্কাতর্কি করছিলেন।


এই ধরণের লোকদের সাহায্য করা আমাদের কর্তব্য, যেন এভাবেই আমরা সত্য প্রচারের কাজে তাঁদের সহকর্মী হতে পারি।


তোমরা পরস্পরকে ভাইয়ের মত ভালবাস। অন্যকে নিজের চেয়ে শ্রেয় মনে করে সম্মান কর।


এর মত একটি শিশুকে যে কেউ আমার নামে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে এবং যে কেউ আমাকে গ্রহণ করে সে শুধু আমাকে নয়, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তাঁকেই বরণ করে।


যে চায়, সে পায়। যে অন্বেষণ করে সে সন্ধান পায়। যে দ্বারে আঘাত করে তার জন্য দ্বার হয় উন্মুক্ত।


তিনিই মণ্ডলীরূপে দেহের মস্তক, তিনিই আদি, মৃতলোক থেকে সর্বপ্রথম পুনরুত্থিত যেন সর্ববিষয়ে তিনিই হতে পারেন অগ্রগণ্য।


খ্রীষ্টের শিক্ষায় অবিচল না থেকে যে তা লঙ্ঘন করে সে ঈশ্বরকে পায়নি। যে সেই শিক্ষায় অবিচল থাকে সে পিতা ও পুত্র উভয়কেই পেয়েছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন