Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




৩ যোহন 1:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 আমার সন্তানেরা সত্যের পথে চলছে শুনে যে আনন্দ হয় তার চেয়ে বেশী আনন্দ আমার আর কিছুতে নেই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 আমার সন্তানেরা সত্যে চলে, এই কথা শুনলে যে আনন্দ হয়, তার চেয়ে বড় কোন আনন্দ আমার নেই।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 আমার সন্তানেরা সত্যে জীবনযাপন করছে, একথা শুনে যে আনন্দ পাই তার থেকে বেশি আনন্দ আর কিছুতেই হতে পারে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 আমার সন্তানগণ সত্যে চলে, ইহা শুনিলে যে আনন্দ হয়, তদপেক্ষা মহত্তর আনন্দ আমার নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 আমার সন্তানরা যে সত্যের পথে চলছে, এই খবর শুনে আমার যে আনন্দ হয়, এর থেকে বেশী আনন্দ আমার আর কিছুতে হয় না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 আমার সন্তানরা সত্যে চলে, এটা শুনলে যে আনন্দ হয়, তার থেকে বেশি আনন্দ আমার নেই।

অধ্যায় দেখুন কপি




৩ যোহন 1:4
18 ক্রস রেফারেন্স  

আমার বৎসগণ, খ্রীষ্ট যতদিন না তোমাদের মধ্যে মূর্ত হয়ে ওঠেন, ততদিন আমি তোমাদের নিয়ে প্রসববেদনাতুরা জননীর মতই কষ্ট পাচ্ছি।


বৎস তিমথি, খ্রীষ্টের প্রতি বিশ্বাসের সূত্রে তুমি প্রকৃতই আমার সন্তান, তোমাকে আমি এই চিঠি লিখছি। ঈশ্বর পিতা এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্ট তোমাকে দান করুন অনুগ্রহ, করুণা ও শান্তি।


ধার্মিক ব্যক্তির পিতা পরম আনন্দ লাভ করবে, জ্ঞানবান পুত্রের পিতা হবে গর্বিত।


হে প্রভু পরমেশ্বর, আমার নিবেদন শোন, স্মরণ কর, কত নিষ্ঠাভরে সর্বান্তঃকরণে আমি তোমার সেবা করেছি এবং অকুন্ঠভাবে তোমার ইচ্ছা পালন করেছি—এই বলে তিনি তীব্র বেদনায় কাঁদতে লাগলেন।


শলোমন বললেন, তুমি তোমার দাস, আমার পিতা দাউদের প্রতি সুমহান অবিচল ভালবাসা দেখিয়েছ। তিনি তোমার অনুগত হয়ে বিশ্বস্ত, সৎ ও সরল ভাবে জীবন যাপন করেছেন এবং তুমিও চিরদিন অকুন্ঠভাবে তাঁকে ভালবেসেছ। তাঁর সিংহাসনের উত্তরাধিকারীরূপে তাঁকে একটি পুত্র সন্তানও দিয়েছ যে এখন রাজত্ব করছে।


যদি তুমি তাঁর বাধ্য হয়ে চল, তাহলে প্রভু পরমেশ্বর আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূর্ণ করবেন। তিনি আমায় বলেছিলেন, তোমার বংশধরেরা যতদিন মনে প্রাণে আমার অনুগত ও বিশ্বস্ত থাকবে, যতদিন আমার অনুশাসন সতর্কভাবে পালন করবে ততদিন ইসরায়েলের সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার লোকের অভাব হবে না।


কিন্তু আমি যখন দেখলাম যে সুসমাচারের সত্যের সঙ্গে তাঁদের আচরণ সামঞ্জস্যপূর্ণ নয়, তখন সকলের সামনে আমি পিতরকে অনুযোগ করে বললাম, আপনি ইহুদী হয়েও ইহুদী রীতিনীতি না মেনে অইহুদীদের মত জীবন যাপন করেন। তবে কেন আপনি তাদের ইহুদী রীতি পালনে বাধ্য করছেন?


তোমাকে অনুরোধ করছি ওনীসিমের* জন্য, বন্দীদশায় আমি যাকে পুত্ররূপে লাভ করেছি, আমি তার আধ্যাত্মিক জীবনের পিতা।


প্রভু পরমেশ্বরের দেওয়া সন্তানদের নিয়ে আমি এখানে উপস্থিত। সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, সিয়োন পর্বতের উপরে যাঁর সিংহাসন, তিনিই জীবন্ত বার্তারূপে আমাদের ইসরায়েল জাতির কাছে পাঠিয়েছেন।


হে প্রভু পরমেশ্বর, কৃপা করে স্মরণ কর যে আমি বিশ্বস্তভাবে একান্ত আনুগত্যে তোমার সেবা করেছি এবং সব সময় তোমার ইচ্ছা অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি। এই বলে তিনি তীব্র কান্নায় ভেঙ্গে পড়লেন।


আমার সন্তান মনে করেই আমি তোমাদের বলছি, আমাদের উদারতার প্রতিদানে তোমরা হৃদয় উন্মুক্ত কর।


তোমরা জান, আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে পিতার মত আচরণ করেছি।


প্রিয় বৎসগণ, এ সব কথা আমি তোমাদের লিখছি যেন তোমরা পাপ না কর। কেউ যদি পাপ করে তাহলে পিতার কাছে আমাদের জন্য অনুরোধ করার একজন আছেন, তিনি ধর্মময় যীশু খ্রীষ্ট।


আমরা পিতার কাছ থেকে যেমন নির্দেশ পেয়েছি সেই অনুসারে তোমার কয়েকটি সন্তান সত্যের অনুগামী হয়েছে জেনে আমি পরম আনন্দ লাভ করেছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন