Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 9:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 রাজা জিজ্ঞাসা করলেন, সে কোথায়? সিবা বলল, তিনি লো-দেবারে আম্মীয়েলের পুত্র মাখীরের বাড়ীতে আছেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 বাদশাহ্‌ বললেন, সে কোথায়? সীবঃ বাদশাহ্‌কে বললো, দেখুন, তিনি লো-দবারে অম্মীয়েলের পুত্র মাখীরের বাড়িতে আছেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 “সে কোথায়?” রাজামশাই জিজ্ঞাসা করলেন। সীব উত্তর দিয়েছিল, “তিনি লো-দবারে অম্মীয়েলের ছেলে মাখীরের বাসায় আছেন।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 রাজা কহিলেন, সে কোথায়? সীবঃ রাজাকে কহিল, দেখুন, তিনি লো-দবারে অম্মীয়েলের পুত্র মাখীরের বাটীতে আছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 রাজা সীবঃকে জিজ্ঞাসা করলেন, “সেই ছেলেটি কোথায় আছে?” সীবঃ উত্তর দিল, “সে লো-দবারে, অম্মীয়েলের পুত্র মাখীরের বাড়ীতে আছে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 রাজা বললেন, “সে কোথায়?” সীবঃ রাজাকে বলল, “দেখুন, তিনি লো-দবারে অম্মীয়েলের ছেলে মাখীরের বাড়িতে আছেন৷”

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 9:4
4 ক্রস রেফারেন্স  

যোষেফের বয়স হয়েছিল একশো দশ বছর। তিনি ইফ্রয়িমের পৌত্রদেরও দেখেছিলেন। মনঃশির পুত্র মাখিরের সন্তানেরাও যোষেফের বংশধররূপে পরিগণিত হল।


দাউদ তখন লোক পাঠিয়ে মাখীরের বাড়ী থেকে তাঁকে আনালেন।


তেমরা যারা অলীক বস্তুতে আনন্দ কর, যারা গর্ব করে বল, ‘আমরা নিজেদের ক্ষমতায় প্রতিপত্তি লাভ করেছি,’ হে ইসরায়েলকুল! আমি সেই তোমাদের বিরুদ্ধে এক জাতির অভ্যুত্থান ঘটাব, তারা হমাতের প্রবেশপথ থেকে আরাবা উপত্যকার নদীতীর পর্যন্ত সর্বত্র তোমাদের উৎপীড়ন করবে। সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেছেন এ কথা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন