Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 9:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, শৌলের বংশের কেউ কি বেঁচে আছে, যার কোন উপকার করে আমি ঈশ্বরের ইচ্ছা পালন করতে পারি? সিবা রাজাকে বলল, যোনাথনের একটি ছেলে বেঁচে আছে, সে খোঁড়া।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 বাদশাহ্‌ বললেন, আমি যার প্রতি আল্লাহ্‌র দয়া দেখাতে পারি, তালুতের কুলে এমন কেউই কি অবশিষ্ট নেই? সীবঃ বাদশাহ্‌কে বললো, যোনাথনের এক জন পুত্র এখনও অবশিষ্ট আছেন, তিনি চরণে খঞ্জ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 রাজামশাই জিজ্ঞাসা করলেন: “শৌলের বংশে আর কি কেউ জীবিত নেই, যার প্রতি আমি ঐশ্বরিক দয়া দেখাতে পারি?” সীব রাজাকে উত্তর দিয়েছিল, “যোনাথনের এক ছেলে এখনও অবশিষ্ট আছেন; তিনি দুই পায়েই খঞ্জ।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 রাজা কহিলেন, আমি যাহার প্রতি ঈশ্বরের দয়া প্রদর্শন করিতে পারি, শৌলের কুলে এমন কেহই কি অবশিষ্ট নাই? সীবঃ রাজাকে কহিল, যোনাথনের এক পুত্র এখনও অবশিষ্ট আছেন, তিনি চরণে খঞ্জ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 রাজা বললেন, “শৌলের পরিবারের কোন লোক কি বেঁচে আছে? আমি তার প্রতি ঈশ্বরের দয়া দেখাতে চাই।” সীবঃ রাজা দায়ূদকে বললেন, “যোনাথনের একজন পুত্র এখনও বেঁচে আছে। তার দু পা-ই পঙ্গু।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 রাজা বললেন, “আমি যার প্রতি ঈশ্বরের দয়া দেখাতে পারি, শৌলের বংশে এমন কেউই কি অবশিষ্ট নেই?” সীবঃ রাজাকে বলল, “যোনাথানের এক ছেলে এখনও অবশিষ্ট আছেন, তাঁর পা খোঁড়া৷”

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 9:3
11 ক্রস রেফারেন্স  

শৌলের পুত্র যোনাথনের মফিরোশত নামে একটি পুত্র ছিল। শৌল ও যোনাথন যখন নিহত হন তখন তার বয়স ছিল পাঁচ বছর। যিষরিয়েল শহর থেকে শৌল ও যোনাথনের মৃত্যু সংবাদ পৌঁছাবার সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে তার ধাত্রী পালিয়ে গেল। পালাবার সময় তাড়াতাড়িতে শিশুটি হঠাৎ তার কোল থেকে পড়ে যায় এবং পা দুটিতে খুব আঘাত লাগে। ফলে পা দুটি খোঁড়া হয়ে যায়।


তোমাদের পিতা যেমন করুণাময় তোমরাও তেমনি করুণাপরবশ হও।


তবুও প্রভু তোমাদের পিতৃপুরুষদের এতো গভীরভাবে ভালবেসে ছিলেন যে তাদের পরে তাদের বংশধরদের মনোনীত করেছিলেন। সমস্ত জাতির মধ্যে আজও তোমরাই তাঁর মনোনীত।


সে বলল, আমার প্রভু, হে মহারাজ ! আপনার এই ভৃত্য খোঁড়া। তাই আমি আমার ভৃত্যকে বলেছিলাম গাধাকে লাগাম লাগিয়ে সাজাতে, বলেছিলাম, তাতে চড়ে আমি রাজার সঙ্গে যাব। কিন্তু সে আমাকে ঠকিয়েছিল।


তোমাদের পিতৃপুরুষদের তিনি ভালবাসতেন তাই তাঁদের পরে তাঁদের বংশধরদের তিনি মনোনীত করেছেন এবং তিনি স্বয়ং মহাপরাক্রমে মিশর থেকে তোমাদের উদ্ধার করে এনেছেন।


দাউদ তাঁকে বললেন, ভয় পেয়ো না, আমি তোমার পিতা যোনাথনের খাতিরে তোমার জন্য কিছু করতে চাই। তোমার পিতামহ শৌলের সমস্ত ভূ-সম্পত্তি তোমায় ফিরিয়ে দেব এবং তুমি প্রতিদিন তুমি আমার সঙ্গে বসে খাবে।


মফিবোশত রইলেন জেরুশালেমে রাজপুত্রের মত। তাঁর দুটি পা-ই খোঁড়া ছিল।


সে আমার প্রভু মহারাজের কাছে আপনার এই দাসের নামে মিথ্যা কথা বলেছিল। কিন্তু আপনি ঈশ্বরের দূতের মত। আপনার যা ভাল মনে হয়, আপনি তাই করুন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন