Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




২ শমূয়েল 7:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 নাথান রাজাকে বললেন, আপনার মন যা চায় তাই করুন, কারণ প্রভু পরমেশ্বর আপনার সহায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 নাথন নবী বাদশাহ্‌কে বললেন, ভাল, যা কিছু আপনার মনে আছে তা-ই করুন; কেননা মাবুদ আপনার সহবর্তী।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 নাথন রাজাকে উত্তর দিলেন, “আপনার যা মনে হয়, আপনি তাই করুন, কারণ সদাপ্রভু আপনার সঙ্গেই আছেন।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 নাথন রাজাকে কহিলেন, ভাল, যাহা কিছু আপনার মনে আছে, তাহাই করুন; কেননা সদাপ্রভু আপনার সহবর্ত্তী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 নাথন রাজা দায়ূদকে বললেন, “আপনার যেমন মনে হয় তেমন করুন। প্রভু সর্বদা আপনার সঙ্গে থাকবেন।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 নাথন রাজাকে বললেন, “ভালো, যা কিছু আপনার মনে আছে, তাই করুন; কারণ সদাপ্রভু আপনার সহবর্ত্তী৷”

অধ্যায় দেখুন কপি




২ শমূয়েল 7:3
14 ক্রস রেফারেন্স  

বললেন, বৎস, আমার ঈশ্বর প্রভুর জন্য একটি মন্দির তৈরী করার বড় সাধ ছিল।


দাউদ তাঁদের সামনে উঠে দাঁড়িয়ে সম্ভাষণ করে বললেনঃ হে আমার দেশবাসী, আমার কথা শোন সকলে। আমাদের প্রভু পরমেশ্বরের পাদপীঠ—চুক্তি সিন্দুক রাখার জন্য আমি একটি চিরস্থায়ী আবাস নির্মাণ করতে চেয়েছিলাম। আমি তাঁর সম্মানে একটি মন্দির নির্মাণের প্রস্তুতি নিয়েছিলাম,


কিন্তু ইলিশায়ের কাছে এসে তাঁকে প্রণাম করে তাঁর পা দুখানা জড়িয়ে ধরলেন। গেহসি তাঁকে ঠেলে সরিয়ে দিতে গেলে ইলিশায় তাকে বললেন, ওঁকে ছেড়ে দাও। দেখছ না ওঁর মনে কী দারুণ কষ্ট? এ ব্যাপারে পরমেশ্বর আমাকে কিছুই জানান নি।


কিন্তু প্রভু পরমেশ্বর শৌলকে বললেন, তুমি এর রূপ বা দৈহিক উচ্চতার দিকে তাকিও না। এ ব্যক্তি আমার মনোনীত নয়। মানুষ যে ভাবে বিচার করে, প্রভু পরমেশ্বর সেভাবে করেন না। মানুষের দৃষ্টি বাহ্য রূপের দিকে, কিন্তু প্রভু পরমেশ্বর দেখেন অন্তর।


এই অভিষেকের মাধ্যমে তোমরা তাঁর কাছ থেকে যে দীক্ষা লাভ করেছ, তা তোমাদের অন্তরে সঞ্চয় হয়ে আছে। অন্য কারও কাছ থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন তোমাদের নেই। তাঁর সেই দীক্ষাই তোমাদর সর্ববিষয়ে শিক্ষা দেয় এবং তা সত্য। মিথ্যা নয়। সেইজন্য তোমরা যেমন শিক্ষা পেয়েছ সেই অনুযায়ী তাঁকেই আশ্রয় করে থেক।


প্রভুর সান্নিধ্যে আনন্দ কর, তিনিই পূর্ণ করবেন তোমার মনোবাসনা।


তিনি পূর্ণ করুন তোমার মনের বাসনা, সফল করুন তোমার সকল পরিকল্পনা।


প্রভু পরমেশ্বর তোমার সহবর্তী সুতরাং এই সমস্ত নিদর্শন দেখার পর পরিস্থিতি অনুযায়ী তুমি কাজ করবে,


সেই রাত্রেই প্রভু পরমেশ্বর নির্দেশ দিলেন নাথনকে,


তাঁকে বাধা দেওয়ার কেউ নেই। তাঁর অস্ত্রবাহক বলল, আপনার বিবেচনায় যা ভাল বোধ হয় করুন। আপনার মতই আমার মত। আমি আপনার সঙ্গেই আছি।


কিন্তু পুরোহিত সাদোক যিহোয়াদার পুত্র বনায়, নবী নাথান, শিমিয়ি, বেয়ি, এবং দাউদের দেহরক্ষী বীরেরা আদোনিয়ের পক্ষে যেতে চাইলেন না।


রাজা দাউদের রাজত্বের প্রথম থেকে শেষ পর্যন্ত তিনজন নবী—শমুয়েল, নাথন ও গাদ-এর বিবরণে এই ইতিহাস লেখা রয়েছে।


প্রভু পরমেশ্বর রাজসভার প্রবক্তা নবী গাদ এবং প্রবক্তা নবী নাথনের মাধ্যমে রাজা দাউদকে যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ রাজা হিষ্কিয় পালন করতে লাগলেন। তিনি বাঁশী, করতাল এবং


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন